স্টাফ রিপোর্টার: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের তামিলনাড়ু রাজ্যে আটকাপড়া বাসিন্দাদের কাছে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে যাচ্ছেন।
কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যায় তলিয়ে যাওয়া উপকূলীয় এ রাজ্য থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
তবে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। এদের অধিকাংশই রাজধানী চেন্নাইয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে বলেন, গত একশ বছরে তামিলনাড়–তে এতো বৃষ্টি হয়নি।
ভারতের বিমান বাহিনী চেন্নাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটকা পড়া হাজার হাজার যাত্রীকে উদ্ধার করেছে। রানওয়ে পানির নীচে থাকায় দ্বিতীয় দিনের মতো বিমান বন্দর বন্ধ রয়েছে।
এদিকে বৃষ্টি অনেকটা কমে আসার সুযোগে উদ্ধারকর্মীরা রাতভর আটকাপড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা চালায়।
জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর পরিচালক জেনারেল অপি সিং সাংবাদিকদের বলেন, পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবু যতোটা সম্ভব বেশি এলাকায় উদ্ধার অভিযান চালানোর জন্যে আমরা আরো টিম পাঠাচ্ছি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।