অগ্রসর রিপোর্ট :তলা ফেটে বঙ্গোপসাগরে ইস্পাত শিল্পের কাঁচামাল স্ক্র্যাপবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের অদূরে জাহাজটি ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বন্দর সূত্র জানায়, এমভি টিটো-৭ নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাচ্ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে আসার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তখন পাশে থাকে একটি বোট গিয়ে ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধার করে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিটো-সেভেন ডুবে গেছে। তবে জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন। সে সময় সাগর কিছুটা উত্তাল ছিল।
অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ভেতরে পানি ঢুকে যাওয়ায় এমভি টিটো-৭ ডুবে যায়। কর্মকর্তারা দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছেন।
দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।