বরগুনা প্রতিনিধি : আদালতের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বরগুনার তালতলী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আমতলীর সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার অধ্যক্ষ মো. হারুন অর রশিদ খান এর অনুপস্থিতিতেই আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন। আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ নভেম্বর তারিখ সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার স¤পাদক ও প্রকাশক এস এম মোর্শেদের বিরদ্ধে তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান, ৫০০, ৫০১, ৫০২ ধারায় মামলা দায়ের করেন।
বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য তালতলী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। ১১ মে ২০১৬ তারিখে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন বাদী খলিলুর রহমান। বিজ্ঞ বিচারক বাদীর আবেদন মঞ্জুর করে তালতলী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ খানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ দেন। ৬টি ধার্য তারিখেও অধ্যক্ষ মো. হারুন অর রশিদ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেননি এবং আদালতের কাছে সময়ও চাননি।
১ জুন বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে বিজ্ঞ বিচারক ফৌজদারী কার্যবিধির ৪৮৫ ধারা মোতাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন এবং তাকে গ্রেফতার করার জন্য তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য অধ্যক্ষ মো. হারুন অর রশিদ খান এর সাথে একাধিকবার তার মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।