অগ্রসর রিপোর্ট : নিজেকে নিয়ে বই লেখায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পুলিশ কর্মকর্তার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম হয়ত বইটি লেখা শেষ হবে না। হাবিব (ডিআইজি) অনেক কষ্ট করে দুঃসাহসিকতার সঙ্গে বইটি সমাপ্ত করছেন।’
মঙ্গলবার সন্ধ্যায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর লেখা বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে এসে ডিআইজি হাবিব বললেন, আপনাকে নিয়ে একটি বই লিখবো। আমি বললাম কী ধরনের বই লিখবেন? তখন তিনি বললেন, আপনার মুক্তিযুদ্ধ ও আপনার কর্মকাণ্ড নিয়ে। তখন আমি বললাম চলো আমার সঙ্গে।’
‘পরে আমার বন্ধুবান্ধব, আমার সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার আত্মীয়দের পরিচয় করিয়ে দিই। এরপর তিনি বিভিন্নজনের সঙ্গে কাজ শুরু করেন। বিভিন্ন মানুষকে নিয়ে তিনি অনেক কষ্ট করে দুঃসাহসিকতার সঙ্গে বইটি সমাপ্ত করতে পেরেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’
বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, দুদকের পরিচালক ড. মোজাম্মেল হক খান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, র্যাবের প্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।