স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. শামসুল আলম খান মিলনের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ডা. মিলনের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা জানান।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম-মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ শে নভেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন।
বাণীতে প্রধানমন্ত্রী সৈ¦রাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নব্বই-এর সৈ¦রাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. মিলনের রুহের মাগফিরাত কামনা করেন।