অগ্রসর রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেক্সাসের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ সান্ড্যার্স এ কথা জানিয়ে বলেন,‘প্রেসিডেন্ট মঙ্গলবার টেক্সাস যাচ্ছেন। এ বিষয়ে আমরা কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছি।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্যাম্প ডেভিডে অবকাশ যাপনের সময় ট্রাম্প দুর্যোগ মোকাবেলায় কেবিনেট সদস্যদের সাথে টেলি কনফারেন্সে আলোচনা করেন। এরপর পরই তার টেক্সাস সফরের কথা ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প উপদ্রুত এলাকায় হাজার হাজার লোকের জীবন রক্ষা করায় উদ্ধার কর্মী এবং একই সাথে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সমন্বয়েরও প্রশংসা করেন।
উল্লেখ্য, টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে তিন জন প্রাণ হারায়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।