অগ্রসর রির্পোট : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ নভেম্বর) নির্বাচনে জয়ী হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ অভিনন্দন জানান।
এক বার্তায় শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে লিখেন, ‘আপনার বিজয় আমেরিকার জনগণ ও বিশ্বমানবতার নিশ্চিত কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আপনার কৌশলী নেতৃত্ব আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আপনার আন্তরিক নেতৃত্ব বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করি।’
এর আগে সব জনমত ও জরিপকে উপেক্ষা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ঘোষিত ফলাফলে ২৭৯ ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। বিপরীতে হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।
বার্তায় ডোনাল্ড ট্রাম্পের তার ও তার পরিবারের সুস্বাস্থ্য কারেন শেখ হাসিনা।
অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ তথ্যটি জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেস উয়িং এর সদস্য শায়রুল কবীর খান।