স্টাফ রিপোর্টার: আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নিজেদেরকে ফেবারিট হিসেবে বিবেচনা করার আগে পাকিস্তানকে অবশ্যই নাটকীয়ভাবে তাদের ফিটনেস এবং ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক শহিদ আফ্রিদি।
শুক্রবার দুবাইতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে ৩ রানে পরাজিত হয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। সোমবার শারজাহতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৮ বল মোকাবেলায় আফ্রিদির করা ২৪ রান সত্ত্বেও শেষ পর্যন্ত মাত্র ৩ রানে পরাজিত হয়। তার এমন দুর্দান্ত নৈপূণ্য সত্ত্বেও দুর্বল ফিল্ডিং এবং খারাপ ডেথ বোলিংয়ের কারণে হারতে হয় পাকিস্তানকে। তাই আফ্রিদির মতে টি-২০ র্যাংকিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকলেও আগামী বছরের বিশ্বকাপের আগে পাকিস্তান দলকে এখনো প্রচুর কাজ করতে হবে।
ম্যাচে নিজের নির্ধারিত ৪ ওভার বোলিং করে ১৫ রানে ৩ উইকেট শিকার করে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যাওয়া আফ্রিদি বলেন, ‘ইংল্যান্ড সত্যিকারার্থেই খুব ভাল খেলায় প্রথমে আমি তাদেরকে অভিনন্দন জানাই।’
তিনি আরো বলেন, ‘তবে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে আমাদের ফিটনেস ও ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে। ম্যাচটি জেতার জন্য আমার সামনে খুব ভাল সুযোগ ছিল কিন্তু আমি তা মিস করেছি।’
আফিদির মত একই সুরে কথা বলেন দলটির বোলিং কোচ মুশতাক আহমেদও। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ হারার জন্য তিনিও দলের দুর্বল ফিল্ডিং ও ফিটনেস ঘাটতিকেই দায়ী করেন।
মুশতাক বলেন, ‘আধুনিক ক্রিকেট ও তার প্রটোকলে পরিবর্তন হয়েছে। আমরা র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছি কারণ আমাদের দক্ষ খেলোয়াড় রয়েছে। তবে ফিটনেস ও ফিল্ডিংয়ে আমাদের দুর্বলতা রয়েছে এবং আপনি পর্যালোচনা করলে দেখবেন এটা ফিটনেসের খেলা।’
‘টিম ম্যানেজমেন্টকে দায়িত্ব নিতে হবে। আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। আপনাকে আপনার খেলার উন্নতি ঘটাতে হবে এবং কোচকে পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘একজন খেলোয়াড়ের যদি ফিট না থাকে কিন্তু দক্ষ হয়, আজকের দিনের খেলায় আপনার অধিকতর ফিটনেস দরকার। আপনি এক বলে দুই অথবা তিন রান করার পর একটা খারাপ বলে বাউন্ডারি হাকাতে পারেন না, এটাই একটা সমস্যা। টি-২০ ক্রিকেটে বর্তমানে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।
আগামীকালের ম্যাচে হারলে পাকিস্তান ষষ্ঠ স্থানে নেমে যাবে।
সিমিত ওভারের ক্রিকেটে দলের খারাপ পারফরমেন্সের জন্য পাকিস্তানের দুর্বল ঘরোয়া ক্রিকেট পদ্ধতিকে দায়ি করেন মুশতাক।
তিনি বলেন, ‘আমি মনে করি আমরা খেলোয়াড়দেরকে শেখাতে চেষ্টা করি এবং পূর্ণ তথ্য দিই। কিন্তু পদ্ধতির কারণে সেটা নিন্মমুখি হয়ে যায়। আমাদের পদ্ধতির কারণে এটা হয়, যে দিকে নজর দেয়া উচিত।’
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।