অগ্রসর রিপোর্ট : সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় বড় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। টুর্নামেন্টে টি-২০ ক্রিকেটের ফরম্যাটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো মালদ্বীপকে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৭৯ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
নেপালের কীর্তিপুরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভূটান। ব্যাট হাতে নেমেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকে ভূটানের ব্যাটসম্যানরা। তাই সর্তকতার সাথে খেলতে থাকে ভূটানের দুই ওপেনার।
উদ্বোধনী জুটিতে প্রথম ৪৮ বলে মাত্র ২৩ রান করেন ভূটানের দুই ওপেনার। প্রতিপক্ষের প্রথম উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি।
ভূটানের পরের দিকের ব্যাটসম্যানরাও বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি ভূটান। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন তেনজিন ওয়াংচুক জুনিয়র । এছাড়া ভূটানের আরও তিন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেন। বাংলাদেশের মানিক খান ২টি, মেহেদি হাসান রানা-তানভীর ইসলাম-আফ্রিদি-সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ৭০ রানের লক্ষ্য ৪১ বল মোকাবেলা করেই স্পর্শ করে ফেলেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার। মারমুখী মেজাজে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সৌম্য। মাত্র ২৮ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।
১টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন নাইম। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সৌম্য।
আগামীকাল স্বাগতিক বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।