টাঙ্গাইল প্রতিনিধি: উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পনি। শনিবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইলের ললিন পয়েন্টে ৮ সে.মি পানি বেড়ে বিপদসীমার ১৩সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে রয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহন সিরাজ জানান, উজান থেকে নেমে আসা ঢলে কয়েক দিন যাবত যমুনা নদীর পানি বেড়ে চলছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে টাঙ্গাইলের ললিন পয়েন্টে বিপদ সীমার ১৩ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় যমুনা নদীর পানি ললিন পয়েন্টে বিপদসীমার ৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।