স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। মাশরাফিদের বিপক্ষে ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দলটি ৪২ রান সংগ্রহ করেছে। রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও সিমন্স সাজঘরে ফিরে গেছেন। কুমিল্লার পক্ষে আবু হায়দার ও আসহার যাইদি ১টি করে উইকেট নিয়েছেন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচটি শুরু হয়েছে। টুর্নামেন্টে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল।