আজ শনিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভন নাইকার্ক।
শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে গত ম্যাচের মতো আজও বড় ইনিংস খেলেছেন দুই ওপেনার লিজলি লি এবং আন্দ্রেই স্টেইন। লিজলি লি (৭০) এবং স্টেইন ৬৬ রান করে আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক ড্যান ভন নাইকার্ক ২৭ এবং ফাউরি ১৬ রান করেন। বল হাতে বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা সর্বোচ্চ ৪টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন পান্না ঘোষ, জাহানারা আলম, নাদিরা আক্তার এবং লতা মন্ডল।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। আজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। বাংলাদেশ জয় পেলে ১-১ এ সমতা ফিরবে। আর হেরে গেলে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যাবে।