জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অছাত্রের তত্ত্বাবধায়নে এক বহিরাগত হলে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাজু আহমেদ শহীদ রফিক-জব্বার হলে রিজু মোল্লার তত্ত্বাবধায়নে আছেন বলে জানা গেছে। রিজু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে হলে প্রায় ৫ মাস ধরে অবৈধভাবে অবস্থান করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি মাসে রিজুর স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে হল ছাড়তে হয়। কিন্তু তিনি ৫ মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছেন। শুধু তাই নয় একবছরেও বেশি সময় ধরে এক বহিরাগতকে নিয়ম লঙ্ঘন করে হলের রফিক ব্লকে তার নিজের ৪২১ নম্বর রুমে অবস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি। ওই বহিরাগত তার সহদর বলে জানা যায়। বহিরাগত রাজু আহমেদ ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করছে। ঢাকাতেই তিনি মেসে থাকতেন। কিন্তু রিজু মোল্লা জাবি প্রেসক্লাবের ২০১৫-১৬ নির্বাহী কমিটির সভাপতি হওয়ার পরই নিজের ক্ষমতা দেখিয়ে হলে থাকার ব্যবস্থা করে দেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারন শিক্ষার্থীরা। বহিরাগতকে পুলিশে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, রহিরাগত রাজু আহমেদ হলে অবৈধ ভাবে অবস্থানের পাপাপাশি নিয়ম লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার ব্যবহার করছেন। গ্রন্থগারে বসার জায়গার অপর্যাপ্তার কারণেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বারবার আন্দোলন করছেন। উপরন্ত এভাবে গ্রন্থগারে বহিরাগতদের উৎপাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ রফিক-জব্বার হলে প্রথমবর্ষের শিক্ষার্থীরা গনরুমে গাদাগাদি করে অবস্থান করছে। এক বছর পার হলেও দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীরা সিঙ্গেল বেড পায়নি। উপরন্ত রিজু মোল্লার মত অছাত্রদের সহায়তায় বহিরাগতদের অবস্থানের কারণে হলের বৈধ ছাত্ররাই থাকার জায়গা পাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে হলের রফিক ব্লক এর ৪র্থ তলার একাধিক শিক্ষার্থী জানান, রিজু মোল্লা ক্ষমতা দেখিয়ে প্রায় দেশ বছর থেকে বহিরাগত রাজু আহমেদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ রফিজ জব্বার হলে আবাসিক শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, রিজু মোল্লা সব সময় নৈতিকতার কথা বললেও নিজে অনৈতিক কাজে জড়িত। একটি জাতীয় দৈনিকের পরিচয় দিয়ে তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিজু মোল্লা বহিরাগতকে নিয়ে হলে থাকার বিষয় অস্বীকার করেন। কে এমন তথ্য দিয়েছে, উল্টো তিনিই জানতে চান। তবে তার ছাত্রত্ব নেই এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে শহীদ রফিক জব্বাল হলে প্রভোস্ট অধ্যাপক আবু দায়েন বলেন, বহিরাগত থাকার বিষয়ে আমি জানিনা। আমার কোন অনুমতি নেয়া হয়নি। নিয়ম লঙ্ঘন করে অবৈধ ভাবে অবস্থানকারীদের খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।