অগ্রসর রিপোর্টঃ মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে আগামী ১৭ আগস্ট পাঁচদিনের এক সরকারি সফরে চীনে যাচ্ছেন। সেখানে তার এই সফর ২১ আগস্ট পর্যন্ত চলবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং একথা জানান।
গত মার্চ মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে নতুন সরকার গঠিত হওয়ার পর অং সান সুচি হচ্ছেন প্রথম মিয়ানমারের নেতা যিনি চীন সফরে যাচ্ছেন।
লু বলেন, ‘এই দু’দেশের মধ্যে নতুন পর্যায়ে ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের ক্ষেত্রে এ সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লু আরো জানান, সফর চলাকালে সুচির সঙ্গে চীনের নেতারা সাক্ষাত করে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
চীন বিশ্বাস করে সুচির এই সফর তাদের দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দু’দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বৃদ্ধি করবে।
মুখপাত্র আরো বলেন, ‘জনগণের কল্যাণে এটি আমাদের সম্পর্ক জোরদার করবে এবং নতুন করে উন্নয়ন অর্জিত হবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।