অগ্রসর রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে রোববার রাতে গুলিবর্ষণের খবরে আতংক ছড়িয়ে পড়ে। এরপর বিমানবন্দর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং বিমানের ব্যাপক সিডিউল বিপর্যয় ঘটে। তবে খবরটি ছিল ভিত্তিহীন।
এ ঘটনায় কারো আহত বা গ্রেফতারের খবর তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে পূর্বসতর্কতা হিসেবে পুলিশ বিমানবন্দরের কমপক্ষে দুটি টার্মিনাল থেকে মানুষজনকে সরিয়ে নেয়।
বন্দর কর্তৃপক্ষ পুলিশের মুখপাত্র জো পেনটানগেলো বলেন, পুলিশ গুলিবর্ষণ হয়েছে বলে ফোনে খবর পায়। তবে খবরটি ‘ভিত্তিহীন’ বলে শেষ পর্যন্ত জানা যায়।
কেন্দ্রীয় বিমান প্রশাসন জানায়, ‘নিরাপত্তাজনিত’ কারণে রোববার রাত সাড়ে ১২ টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় নিউইয়র্ক পুলিশের বিশেষ অভিযান বিভাগের প্রধান হ্যারি উইডিন বলেন, সব টার্মিনাল ‘তল্লাশি ও খালি’ করা হয়েছে।
তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘সব টার্মিনাল কিছুক্ষণের মধ্যে চালু করা হবে। কোন গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে বিমানবন্দরে কোন গুলিবর্ষণের তথ্য পাওয়া যায়নি এবং কেউ আহত হয়নি।
এক বিবৃতিতে বরা হয়, গুলির কোন শেল বা গুলিবর্ষণের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সতর্কতা হিসেবে টার্মিনাল খালি করা হয়। তদন্ত চলছে।
এর আগে উইডিন বলেন, বন্দর কর্তৃপক্ষ, নিউইয়র্ক পুলিশ ও জরুরী সেবা ইউনিট পুলিশ ১ ও ৮ নম্বর টার্মিনাল খালি করছে।
পুলিশ যাত্রীদের মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেয়ার পর আতংক ছড়িয়ে পড়ে। এরপর তাদেরকে টারমাকের বাইরে সরিয়ে নেয়া হয়।
পুলিশ এ সময় ফোন না করতে এবং ছবি না তোলার নির্দেশ দেয়। তারপরও ওই সময়কার ছবি তোলার চেষ্টাকালে এক জনকে আটক করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।