অগ্রসর রিপোর্ট : গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৩৫৭-এ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার (ঈদুল ফিতরের প্রথম দিন) ৫৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়। পাশাপাশি, গত ৪৮ ঘণ্টায় ৩০৫ জন আহত হয়েছে, যার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪,৪০০ জনে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং উদ্ধারকারীরা নিরাপত্তাহীনতার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
যদিও জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছিল, ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ আকস্মিক বিমান হামলা শুরু করে। এতে ১০০০ জনের বেশি নিহত ও প্রায় ২৪০০ জন আহত হয়।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলার মুখোমুখি।