
সম্প্রতি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাতকার দিয়েছেন বলিউডের হট মডেল অভিনেত্রী সানি লিওন। সেখানে সঞ্চালক বিভিন্ন প্রশ্নের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন সানিকে। তবে ক্রিকেট নিয়ে প্রথম প্রশ্ন করার পরেই বোঝা গেল এই বিষয়টিতে তিনি একেবারেই অজ্ঞ। সানি লিওনকে সচিন তেন্ডুলকর সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল। সচিন নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘ক্রিকেটে সবথেকে সুদর্শন পুরুষ কাকে বলে মনে করেন তিনি ?’ উত্তর দেওয়ার জন্য এক সেকেন্ডও সময় নেননি এই বলিউড অভিনেত্রী। মুহূর্তের মধ্যে জবাব আসে, ‘সচিন তেন্ডুলকর।’
এরপর সানিকে জিজ্ঞাসা করা হয়, বিরাট কোহলিকে তাঁর কেমন লাগে? উত্তরে সানি লিওন বলেন, তিনি নাকি বিরাট কোহলিকে চেনেন না! এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে থাকা ভারতের টেস্ট অধিনায়ককে না চেনাটা সত্যি সকলকে অবাক করেছে!