অগ্রসর রিপোর্ট: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্য বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক মানুষ এখনো আটকে আছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার দিবাগত রাতে কেরালার ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় এ ভূমিধসের ঘটনা হয়েছে৷ অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টা থেকে ৪টার মধ্যে এই ধস নামে৷
এদিকে ঘটনাস্থলের কাছেই রয়েছে চালিয়ার নদী। খরস্রোতা এই নদীতে অনেকে ভেসে গেছেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্ডাক্কাই, চোরালমালা, আত্তারমালা, নুলপুঝার মতো এলাকাগুলির অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে সেতু ভেঙে পড়েছে। রাস্তা ভেসে গেছে। অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না।
কেরালার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফ-সহ একাদিক বিপর্যয় মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করা রয়েছে৷ বৃষ্টি বন্ধ হয়নি, ফলে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন হয়ে পড়ছে। কতজন ভিতরে আটকে আছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তবে শতাধিক মানুষ আটকে আছেন বলেই ধারণা করা হচ্ছে।
র্যাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সব সরকারি সংস্থা- এসডিআরএফ, এনডিআরএফ, কুন্নুর ডিফেন্স সিকিউরিটি কোর ত্রাণের কাজে নেমে পড়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টার ত্রাণের কাজে ওয়ানাড়ে যাচ্ছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন হয়েছে, এখনও পর্যন্ত ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ উদ্ধার অভিযান চলছে। ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীরা উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন তিনি।
মোদির কার্যালয় থেকে এ ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে এবার লোকসভা নির্বাচনে রায়বেরিলির পাশাপাশি ওয়ানাড় থেকেও জিতেছিলেন রাহুল গান্ধী। পরে তিনি ওয়ানাড় ছেড়ে দেন। তার বোন প্রিয়াংকা গান্ধী সেখানে প্রার্থী হবেন বলে জানিয়েছিলেন রাহুল।
ধসের খবর পাওয়ার পর এক্স-এ রাহুল বলেছেন, এই ঘটনায় তিনি শোকাহত। যে মানুষরা প্রাণ হারালেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল। যারা আটকে পড়েছেন, তারা শীঘ্রই নিরাপদ জায়গায় যেতে পারবেন বলে রাহুল আশাপ্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি