অগ্রসর রিপোর্ট :কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গত পাঁচ দিনে তীব্র তাপপ্রবাহে অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রদেশের মৃতদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লিসা ল্যাপোইন্টি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা জানা গেছে।
তিনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস এই মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়। তবে এটি নিশ্চিত হতে হবে।’
লিসা জানান, যারা মারা গেছেন তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে, ঘরে তীব্র গরম এবং বাতাস আসা-যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা ৪৮৬। তবে শব পরীক্ষা কেন্দ্রে আরও মৃত্যুর খবর আসছে বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে, বুধবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এলাকাটিতে দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রামটির ৩০০ বাসিন্দাকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন মেয়র।
এক বিবৃতিতে মেয়র বলেছেন, ‘সব বাসিন্দাকে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’