কলকাতা প্রতিনিধি : ২২ মে কলকাতা শহরে ফের আক্রান্ত সাংবাদিকরা। কেন বারবার আক্রান্ত হন সাংবাদিকরা। সাংবাদিকদের জীবনের কেন কোন সুরক্ষা নেই? কেন সংবাদকর্মিদের প্রতি এই অন্যায় অত্যাচার এবং কি আমাদের অপরাধ? এই প্রশ্নের উওর সংবাদকর্মিরা কার কাছে দাবি করবে?
পেশার তাগিদে নবান্ন অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিকরা। মেয়ো রোডের মুখে এক সাংবাদিক সেই অভিযান সরাসরি সম্প্রচার করছিলেন। হঠাৎই এক RAF কর্মী ওই সাংবাদিককে চড়মারেন বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়। পুলিশকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে মেয়ো রোড অবরোধ করেন সাংবাদিকরা। আগামীকাল রাস্তায় নেমে মৌন মিছিলে সামিল হবেন সংবাদমাধ্যমের কর্মীরা।
সূত্রের খবর, সাংবাদিকদের মারধরের ঘটনায় নি:শর্ত ক্ষমা চেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীথ গোয়েল। ঘটনার তদন্তও শুরু করেছে কলকাতা পুলিশ। আগামীকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ রবীন্দ্রসদন থেকে কালীঘাট পর্যন্ত মৌন মিছিল করবেন সাংবাদিকরা। কালো কাপড়ে মুখ ঢেকে প্রতিবাদ জানানো হবে। সংবাদমাধ্যমের কর্মীদের ভবিষ্যত সুরক্ষিত করতেই এই প্রতিবাদ মিছিল করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্ততরা।