অগ্রসর রিপোর্ট :রিকার্ভ নারী ইভেন্টের অলিম্পিক বাছাইয়ে বাদ পড়লেও ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিওর টিকিট পেলেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী। রোমান সানার পর আর্চারির আরেক ইভেন্টে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
সোমবারই ছিল অলিম্পিক গেমস ফাইনাল বাছাইয়ে কোট পাওয়ার শেষ দিন। এই দিনে এক বিবৃতিতে বাংলাদেশসহ চার দেশের ৪ অ্যাথলেটকে ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত করার খবর জানায়।
দুই বছর আগে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করেছিলেন রোমান। দিয়া আমন্ত্রিত হওয়ায় এই আসরে আর্চারিতে দুটি ইভেন্টে লড়বে বাংলাদেশ। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি তিনি রোমানের সঙ্গে মিশ্রতেও খেলবেন।
গত মে মাসে আর্চারি বিশ্বকাপে দারুণ খেলে মিশ্র রিকার্ভে ফাইনালে উঠেছিলেন দিয়া-রোমান। কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।