স্টাফ রিপোর্টার: ২৪ ফেব্রুয়ারিঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। জমজমাট আসরে ৫টি দল অংশ নেবে।ফাইনাল হবে ৬ মার্চ মিরপুরে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এসিসির সভার সিদ্ধান্ত অনুযায়ীএশিয়া কাপের ভেন্যু হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামসহ থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামও।
স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অপর একটি দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে। গ্রুপ পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বাছাই পর্বের লড়াই শুরু হবে ১৯ ফেব্রুয়ারিথেকে। এই ৪ দলের লড়াই শেষে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিই অংশ নেবে এশিয়া কাপের মূল পর্বে।
এবারের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে টোয়েন্টি২০ ফরম্যাটে। এটা হবে বাংলাদেশে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আসর। এশিয়া কাপের ১৩তম আসরের টুর্নামেন্ট ডিরেক্টর এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সোমবার বিসিবির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০১৬ সালে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য আইসিসির এসিসি শাখা থেকে টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে।
যদিও এরআগে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার বুলবুল ১২তম আসরেও এশিয়া কাপ টুর্নামেন্টের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে জানা গেছে, টুর্নামেন্ট ডিরেক্টরের চেয়ারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুলকে দেখতে আগ্রহী নয় বিসিবি। বরং নিজেদের পছন্দের কাউকেই বসাতে আগ্রহী বিসিবি।