প্রসঙ্গত, গতকাল যখন সাকিবের বলে বোল্ড আউট হয়ে ক্রিজ ছাড়ছিলেন বেন স্টোকস তখনই সামরিক কায়দায় তাকে স্যালুট করেছিলেন সাকিব আল হাসান। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্টোকসকে ফিরিয়ে এমনই উদযাপন করেন সাকিব। মূলত, কয়েকটি সঙ্গত কারণেই টাইগারদের চক্ষুশূল ছিলেন স্টোকস! ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো, প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল মজিদের সঙ্গে হাত না মেলানো, টেস্টে সাব্বির রহমানকে একাধিকবার মাঠে স্লেজিং করা… তার বদলা নিতেই পাল্টা স্টোকসকে (২৫) স্যালুট জানিয়ে বিদায় জানিয়েছিলেন সাকিব! ৪৩তম ওভারটিতে ওভার হ্যাটট্রিক উল্লাসে মাতেন টেস্টের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তুলে নেন আদিল রশিদ ও জাফর আনসারির উইকেট।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।