বাংলাদেশের বিস্ময়কর বোলার মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরার অজপাড়ার গাঁ থেকে ক্রিকেটে অভিষেক হওয়ার পর গোটা ক্রিকেট বিশ্ব তাকে খুব ভালো করেই চেনে। চিরশত্রু ভারত-পাকিস্তানের মতের মিল ঘটেছে তার সম্পর্কে বলতে গিয়ে।
এ বছরে ভারতের আইপিএলে তার পারফরমেন্সে খুশি হয়ে বাংলা শিখতে শুরু করেছিলো গোটা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। ভালো ইংলিশ বা হিন্দি বলতে না পারার কারণে যে সমস্যা হওয়ার কথা ছিলো তার বিন্দুমাত্রও ঘটেনি। বরং সবাই বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়ে ওঠে।
আইপিএলের পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মোস্তাফিজের অভিষেক হয়েছে গতকাল। বাংলাদেশ থেকে টানা ভ্রমণ করে সরাসরি মাঠে নামেন মোস্তাফিজ। শারীরিক ক্লান্তির যেন বিন্দুমাত্র ছাপ পড়েনি তার পারফরমেন্সে।
প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি। আর এতে তার ব্যাপারে অসম্ভব খুশী ইংলিশ ক্লাব সাসেক্স।
গতকাল তার অসাধারণ পারফরমেন্সের পর গোটা দল তাকে নিয়ে মেতে রয়েছে।
এবার মোস্তাফিজের প্রতি এবং বাংলাদেশী ভক্তদের প্রতি ভালােবাসা স্বরূপ টুইটার এবং ফেসবুকে বাংলায় পোস্ট করেছে সাসেক্স।
তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে বাংলায় পোস্ট করে সাসেক্স জানায়, ”আর আমাদের বাংলাদেশের ভক্তদের জন্য ম্যাচ রাত ১১.৩০ এ শুরু।”
আজ সারের বিপক্ষে প্রথমে ব্যাট করছে মোস্তাফিজের সাসেক্স।