ভারতসহ বিশ্বের নানা প্রান্ত থেকে সুলভে তথ্যপ্রযুক্তি কর্মী নিয়ে গিয়ে মার্কিন মুলুকে ব্যবসা চালাচ্ছে ইনফোসিস, উইপ্রো, টিসিএসের মতো এদেশের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি৷ এই বিলের জেরে, এই সব সংস্থার কর্মীদের মাইনে বাবদও খরচ অনেকটাই বেড়ে যাবে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির। ফলে ভারতের উদ্বেগের কথা বিদেশ মন্ত্রকের তরফে হোয়াইট হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে। যা পরিস্থিতি তাতে তথ্যপ্রযুক্তি কর্মীদের আমেরিকায় চাকরির সম্ভাবনাও অনেকটাই কমে যাবে এবং কমে যাবে আউটসোর্সিংয়ের।
পুরো ঘটনাযর জেরে বাজারের লোকসান হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। টিসিএস, ইনফোসিস, উইপ্রো-র শেয়ার দাম পড়েছে ৫-৬ শতাংশ৷