এদিন শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে খুলনা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন জুনাইদ খান। নিকোলাস পুরানের গ্লাভসে আটকা পড়েন মেহেদী মারুফ (৭)। চতুর্থ ওভারে এসে জোড়া আঘাত হানেন জুনাইদ। কুমার সাঙ্গাকারার (৯) পর এভিন লুইসকে (১১) সাজঘরে পাঠান পাকিস্তানি পেসার। দলীয় ২৮ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে ঢাকা।
আরো ২৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন নাসির হোসেন (১৩)। নবম ওভারে তাকে শুভাগত হোমের তালুবন্দি করেন পার্টটাইম বোলার আন্দ্রে ফ্লেচার। অধিনায়ক সাকিব আল হাসানও (১৮) বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ঢাকা দলপতিকে নিজের দ্বিতীয় শিকারে পরণিত করেন ফ্লেচার। রান আউটের আউটের ফাঁদে পড়েন মোসাদ্দেক হোসেন (৮)।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।