ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি জোটের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে টহলরত একটি রণতরীতে ৩টি নৌকা নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
একটি নৌকার সঙ্গে রণতরীর পেছন দিকে সংঘর্ষ হলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে রণতরীর ২ ক্রু নিহত হন। তবে বিবৃতিতে নিহত ক্রুদের পরিচয় জানানো হয়নি।
ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
হুতি বিদ্রোহীদের পরিচালিত বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে ইয়েমেনি এক সামরিক কর্মকর্তা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহরগুলো ও ইয়েমেনি জেলেদের বিরুদ্ধে চালানো আগ্রাসনে সৌদি যুদ্ধজাহাজটি যুক্ত ছিল।
এর আগে সোমবার সকালে সীমান্তের ওপারের ইয়েমেনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটে দক্ষিণ সৌদি আরবে জাতিসংঘের কর্মীদের ব্যবহৃত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণকারী জাতিসংঘ কর্মীরা ভবনটি ব্যবহার করতেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।