অগ্রসর রিপোর্ট :পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নেওয়ার দু’দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন। তিনি টুইটে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’
ফয়সাল সুলতান আরো জানান, দুদিন আগে করোনার টিকা নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (১৯ মার্চ) ইমরান খান খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।