মিনি আইপিএল এর বিরোধীতার মধ্য দিয়ে দুই দশক পর ইন্ডিয়াকে আন্তর্জতিক কোন প্রস্তাবে না শুনতে হলো। গত দুই দশকে এমনটা হয়নি।
অনেক শখ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি সংস্করণ করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের সেই আয়োজনে বাধ সাধলো শক্তিশালী বাকি ক্রিকেট বোর্ডগুলো! সম্প্রতি আইসিসির বার্ষিক সভায় এই আয়োজনের বিরোধিতা করেছে চার দেশের বোর্ড।
বোর্ডগুলো হলো-ক্রিকেট অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
এরমধ্য দিয়ে দুই দশকে আন্তর্জাতিকভাবে এই প্রথমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও প্রস্তাব বিরোধিতার মুখ দেখলো।
মূলত যেই সময়ে মিনি আইপিএল বিদেশের মাটিতে আয়োজনের করার কথা বলা হয়। ঠিক ওই সময়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে।