ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। এরপর পঞ্চম ওভারে মিরাজ বোলিংয়ে আসলে থিতু হতে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুকও। এলবিডব্লুতে ফিরে যান কুক (১৪)। যদিও শুরুতে তাকে আউট দেননি কুমার ধর্মসেনা। কিন্তু মুশফিক রিভিউ নিলে ধর্মসেনার সিদ্ধান্ত আর টেকেনি।
মাঝে কিছুক্ষণ দাঁড়ানোর চেষ্টা করেছিলেন জো রুট ও গ্যারি ব্যালেন্স। কিন্তু এই জুটিকে স্থায়ী হতে দেননি মিরাজ। মুশফিকের হাতে তালুবন্দী করেন ব্যালেন্সকে (৯)। এরপর ১২.৩ ওভারে বৃষ্টি নামলে মাঠ ছেড়ে যায় দুই দলের ক্রিকেটাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান।