অগ্রসর রিপোর্টঃ ইংল্যান্ড ক্রিকেট দল যদি তাদের বাংলাদেশ সফর বাতিল করে তবে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক।
দুটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
তবে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর ওই সফর নিয়ে শংকা তৈরি হয়।
পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপিকে মিসবাহ-উল-হক বলেন, যদিও এটি ইংল্যান্ডের সিদ্ধান্ত তবে কোনও দল যদি নিজের মাটিতে খেলতে না পারে তবে তা ক্রিকেটের জন্য ভালো নয়।
উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের একটি বাসে হামলার পর থেকে দেশটিতে কোন আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।