স্টাফ রিপোর্টার: শুক্রবার রাতে টোয়েন্টি২০ ম্যাচটি জিততে পারেনি পাকিস্তানীরা। ইংল্যান্ডের কাছে এই ম্যাচ ৩ রানে হেরে সিরিজও হেরেছে পাকিস্তান। তবে ব্যক্তিগতভাবে একটি অর্জন সঙ্গী জয়েছে শহিদ আফ্রিদির।
ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। সেই সুবাদে আন্তর্জাতিক টোয়েন্টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের আসনটি দখল করেছেন পাকিস্তান টোয়েন্টি২০ দলের অধিনায়ক। টোয়েন্টি২০ ক্রিকেটে আফ্রিদির বর্তমান উইকেট সংখ্যা ৮৬টি; সমানসংখ্যক ম্যাচে।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানটি দখল করে রেখেছেন পাকিস্তানেরই ২ বোলার; সাঈদ আজমল ও ওমর গুল। আজমল ৬৪ ম্যাচে নিয়েছেন ৮৫ উইকেট, গুল নিয়েছেন ৫৮ ম্যাচে ৮৩ উইকেট।
এদিকে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে বিস্ময়কর এক ‘ছক্কা’র দেখা পেয়েছেন পাকিস্তানী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
ইনিংসের শেষ ১০ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ২০ রান। ১৮তম ওভারটি করছিলেন ইংলিশ পেসার ডেভিড উইলি। ৩ নম্বর বলটি ইয়র্কার দিয়েছিলেন তিনি। সরফরাজ তা লেগ সাইডে ঠেলে দিয়ে ত্বরিত ২ রান নিয়েছেন। দ্বিতীয় রান সম্পূর্ণ করার সময় রান আউট থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছিলেন সরফরাজ। এ সময় ইংলিশদের থ্রো করা বল তার ব্যাটে লাগে এবং উইকেটরক্ষকের পাশ দিয়ে তা চলে যায় বাউন্ডারিতে।
নিয়মানুযায়ী, এমন ক্ষেত্রে ব্যাট বা শরীরে লেগে বল অন্য কোথাও গেলে দৌড়ে রান নিতে পারেন না ব্যাটসম্যানরা। তবে বলটি বাউন্ডারি পার হলে তা রান হিসেবে গণ্য হবে এবং অতিরিক্ত খাতে যোগ হবে। ফলে ওই এক বল থেকে পাকিস্তানকে বিস্ময়কর ভাবে ৬ রান এনে দিয়েছেন সরফরাজ। আর এক বলে ৬ রান মানে তো ছক্কাই নাকি!