অগ্রসর রিপোর্ট: আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দায়িত্ব গ্রহণের পর রবিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি একইসঙ্গে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও রয়েছেন।
এসময় মেট্রোরেলের নির্মাণ ব্যয়ের সমালোচনা করে ফাওজুল কবির খান বলেন, ‘বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।’
উপদেষ্টা বলেন, ‘দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করছি আমরা।’
গত ১৭ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগুন দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। আন্দোলন চলাকালে কয়েকটি স্টেশনে ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বেশি ক্ষতিগ্রস্থ হয়।