এদিকে, বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারি সোবার্স ট্রফি পাচ্ছেন ভারতের রবীচন্দ্র অশ্বিন, বছর জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টেস্টেও বর্ষসেরা হয়েছেন তিনি। এছাড়া ওয়ানডেতে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টেন ডি কক। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজকে এই ফরম্যাটে বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রেথওয়াইট। সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা হয়েছেন আফগানিস্তান মোহাম্মদ শেহজাদ। বর্ষসেরা নারী ওয়ানডে ও টি-২০ ক্রিকেটার হয়েছেন নিউ জিল্যান্ডের সুজি বেটস।
এছাড়া আইসিসি স্পিরিট অ্যাওয়ার্ড পাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। সেরা আম্পায়ারের পুরষ্কার পাচ্ছেন মরিস এরামাউস।
এ বছর ৩ ওয়ানডে খেলে ৮ উইকেট নেন মুস্তাফিজ। ১০ টি-টোয়েন্টিতে উইকেট পান ১৯টি। এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেছেন , ‘এই পুরষ্কার পেয়ে আমি উল্লসিত। এ বছরের সবচেয়ে আনন্দের খবর, আমি খুব গর্বিত’।