ওয়াংখেড়ের বাইশ গজে ব্যাট হাতে তাণ্ডব দেখানোর পর আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে ট্যাঙ্গুলার স্পিন আক্রমণে ইংরেজ ব্যাটসম্যানদের শেষ করে দিল বিরাটবাহিনী। ভারতীয় স্পিনারদের সামনে নাস্তানাবুদ ইংরেজ ব্যাটসম্যানরা। তিনটি সেঞ্চুরি ও অশ্বিনের ভেলকির পর মুম্বাই টেস্টে ‘ইংরেজ বধ’ না-হওয়াটাই ছিল অস্বাভাবিক। ডাবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা বিরাট।
ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৬৩১ রান তোলে ভারত। বিরাটের ২৩৫ রানের ইনিংসের আগে ১৩৬ রান করে ভারতীয় ইনিংসের দারুণ সূচনা করে ওপেনার মুরলী বিজয়। আর ৯ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করে নজির গড়েন জয়ন্ত যাদব। এটাই প্রথম কোনও ভারতীয় নাম্বার নাইন ব্যাটসম্যানের টেস্ট সেঞ্চুরি।