স্টাফ রিপোর্টার
: অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে ও তার স্বামী চলচ্চিত্র প্রযোজক অ্যাডাম শুলম্যান তাদের প্রথম সন্তানের বাবা মা হতে যাচ্ছেন।
সেলিব্রেটিদের খবর প্রচারকারী ওয়েবসাইট ই! একথা জানিয়েছে।
৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ ই! নিউজে জানিয়েছে, ‘অ্যানি অন্তঃসত্ত্বা।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অ্যানি ২০১৩ সালে ‘লেস মিজারেবলস’ সিনেমায় ফ্যানটাইন চরিত্রে অন্যবদ্য অভিনয়ের জন্য অস্কার পান।
২০১২ সালে অ্যানি শুলম্যানকে বিয়ে করেন। শুলম্যান অ্যানির চেয়ে এক বছরের বড়।
