সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টাইগ্রেসরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমন ম্যাচে বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে অজি মেয়েরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মোনি।
উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ১৩ বলে ১০ রান করে আউট হন মোনি। এরপর অজি শিবিরে আঘাত হানেন স্পিনার নাহিদা আক্তার। তবে অ্যালিসা হিলি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে ব্যাটে ভর করে শক্ত পুঁজি পায় অস্ট্রেলিয়া।
২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে অজি মেয়েরা। ২৯ বলে ৪৫ রান করেন হিলি। এছাড়া ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তাহলিয়া। বাংলাদেশের পক্ষে নাহিদা নেন ৩টি উইকেট।