অগ্রসর রিপোর্ট : ঘূর্ণিঝড় ম্যাথিউ’র তাণ্ডবে হাইতিতে এখনো পর্যন্ত ২৮৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষের আশঙ্কা এ সংখ্যা তিন শ’ ছাড়িয়ে যাবে।
বিবিসির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। সেসব জায়গায় এখন হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
স্থানীয় একটি দাতব্য সংস্থা বলছে, উপকূলের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় ম্যাথিউ বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের মতে, স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে ফ্লোরিডায়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডা ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এসব অঞ্চলের বন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে।
জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র প্রায় ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে। প্রায় কুড়ি লাখেরও বেশি মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।