স্টাফ রিপোর্টার: জেলার চিরিরবন্দর উপজেলায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মোটারসাইকেল আরোহী দুই ভাই-বোন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তারা হলেন— সুমন শাহ (২৫) ও সাবরিনা আখতার (২০)।
হাসপাতালে রোগী দেখা শেষে বাসায় ফেরার পথে দুই ভাই-বোন এই দুর্ঘটনার শিকার হন। পরে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের মুকুল শাহের মেয়ে সাবরিনা আখতার ও ছেলে সুমন শাহ (২৫) মোটরসাইকেলে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখে বাড়ি ফিরছিলেন। পথে পার্বতীপুর উপজেলার পুলিশফাঁড়ি সংলগ্ন মোজারমোড়ে পৌঁছালে সেনাবাহিনীর বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাবরিনা ও সুমন মারা যান।
পুলিশ ময়নাতদন্তের জন্য তাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।