রাজধানীর মিরপুরে পয়োঃনিষ্কাশন নালায় পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে পাওয়া গেছে মৃত অবস্থায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান, শুক্রবার বেলা ১০টা ৫০মিনিটে ওই নালার মধ্যে একটি ময়লার স্তূপ পরিষ্কার করার পর শিশুটির লাশ পাওয়া যায়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে খেলাধুলার সময় মিরপুর কমার্স কলেজের পেছনে স্যুয়ারেজ লাইনে পড়ে নিখোঁজ হয় শিশু জুনায়েদ হোসেন সাব্বির (৪)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ফের উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ময়লার স্তূপ পরিষ্কার করার পর শিশু সাব্বিরের লাশ উদ্ধার করা হয়।