রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধীরা যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছেছে। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি গোটা সিরিয়ায় কার্যকর হয়। অবশ্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, ফাতেহ আশ-শাম এবং তাদের সহযোগীরা এর আওতায় পড়ে নি।
সিরিয়ার সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক ভাবে দেশের চলমান সমস্যা সমাধানের জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এদিকে, রাশিয়া, তুরস্ক এবং ইরানের মধ্যস্থতায় আস্তানায় শান্তি আলোচনার আয়োজন করা হয়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী আলপ্পো মুক্ত হওয়ার পরও চলতি মাসের গোড়ার দিকে একই ধরণের চুক্তি বাস্তবায়ন করছিল এ তিন দেশ।