স্টাফ রিপোর্টার: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রাকৃতিক ঘাস ও উদ্ভিদ দিয়ে তৈরি বাংলাদেশের একটি গতানুগতিক ভাসমান পদ্ধতির চাষকে একটি বিশেষ কৃষি ব্যবস্থা ‘গ্লেবালি ইমপর্টেন্ট এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম (জিআইএএইচএস)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বে বিভিন্ন সময় কৃষি ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাকে জাতিসংঘের জিআইএএইচএস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এছাড়া জাতিসংঘ জাপানের তিনটি ক্ষেত্রকে মনোনীত করেছে। সেগুলো হলো, জিফু নামক অঞ্চলের নদীতে টেকসই মৎস্য ব্যবহার ‘সাটো-কাওয়া’ পদ্ধতি, কিয়োটোর ক্রমবর্ধমান পুষ্টির অভাব দূর করতে মিনাবি-তানাবি উমি পদ্ধতি, পর্বতে কৃষি ও বনাঞ্চল ব্যবস্থা তাকাসিহোগো-শাইবায়ামা যে পদ্ধতির মাধ্যমে পর্বতাঞ্চলে কৃষি ও বনাঞ্চল করা যাবে।
গত ১৫ ডিসেম্বর ইতালির রাজধানী রোমে এফএও’র প্রধান কার্যালয়ে জিআইএএইচএস’র সঙ্গে এফএও’র এক যৌথ বৈঠকে সংস্থার স্টিয়ারিং এন সার্টিফিকেট কমিটি এই তিনটি পদ্ধতিকে স্বীকৃতি দেয় বলে আজ জানানো হয়। কর্পোরেট কর্মসূচি হিসেবে এফএও’র ৩৯তম অধিবেশনে সদস্য দেশ কতৃক এ অনুমোদন দেওয়া হয়। জিআইএএইচএস-এর বৈঠকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার ১৫টি দেশের মোট ৩৬টি ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়।
এফএও’র উপমহাসচিব মারিয়া হেলেনা সিমিডু বলেন, আজকের প্রেক্ষাপটে পরিবেশগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তন, ছোট পরিসরে ও পারিবারিকভাবে চাষ ব্যবস্থা এবং বিশেষ করে গতানুগতিক চাষ ব্যবস্থাই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং টেকসই উন্নয়ন করতে। এ সকলের জন্য তাদের পর্যাপ্ত নীতিগত ও অর্থনৈতিক সহায়তার প্রয়োজন।
এফএও’র কৃষি ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা জিআইএএইচএস নামক শ্রেণিতে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে থেকে টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কতৃক এ অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ-ফ্লটিং গার্ডেন এগ্রিকালচার প্রেকটিস (ভাসমান পদ্ধতিতে চাষ ব্যবস্থা) : বন্যা পানি দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে, এ কারণে কৃষকরা পানিতে কচুরিপানা, শেওলা ও অন্যান্য উদ্ভিদের অবশিষ্টাংশ দিয়ে ভসমানভাবে চাষ করা যায় এ ধরনের একটি জৈব পদ্ধতির উদ্ভাবন করে। পরিবেশবান্ধব গতানুগতিক এ পদ্ধতিতে প্রাকৃতিক জলাধার ব্যবহারের মাধ্যমে সবজি ও অন্যান্য শস্য চাষ করে স্থানীয় জনগোষ্ঠি সারা বছর ব্যাপী সামাজিক, অর্থনৈতিক, কৃষি ও পরিবেশগত সুফল পেতে পারে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।