ফরিদপুর প্রতিনিধি- তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক প্রবীর শিকদারকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে ফরিদপুরের একটি আদালত।মঙ্গলবার সাংবাদিক শিকদারকে জেলার একটি আদালতে হাজির করে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চায় পুলিশ।অন্যদিকে শিকদারের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। তবে আদালতের বিচারক মোঃ: হামিদুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তার ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
নিজের জীবন নিয়ে আশংকা প্রকাশ করে এবং সম্ভাব্য পরিণতির জন্য স্থানীয় সরকার মন্ত্রীসহ তিনজনকে দায়ী করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক প্রবীর শিকদারকে রাজধানী ঢাকা থেকে সোমবার গ্রেফতার করে পুলিশ।পরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়।শিকদারের পরিবার এবং ফরিদপুরের কয়েকজন সাংবাদিক বলেছেন, হিন্দু সম্পত্তি দখল নিয়ে এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ফেসবুকে লেখার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।এদিকে জীবনের নিরাপত্তাহীনতার জন্য প্রবীর শিকদার স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।প্রবীর শিকদারের বক্তব্যকে একটি পাগলামি বলে বর্ণনা করেন স্থানীয় সরকারমন্ত্রী।