স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, শিকাগোতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ভিডিও ফুটেজ দেখে তিনি ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন।
ওবামা তার অফিসিয়াল ফেসবুকে লিখেন, ‘আমেরিকার আরো অনেক নাগরিকের মতো আমিও ১৭ বছর বয়সী লাকুয়ান ম্যাকডোনাল্ডকে গুলি চালিয়ে হত্যা করার ওই ভিডিও ফুটেজ দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি।’
তিনি লিখেন, ‘সকলের প্রতি আমার আহবান যারা এভাবে মর্মান্তিকভাবে মারা যান আমাদের চিন্তা চেতনায় যেন তারা থাকেন এবং তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি।’
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।