স্টাফ রিপোর্টার: ইরানের নৌবাহিনী গত সপ্তাহে ইউএসএস হ্যারি এস ট্রুমান বিমানবাহী রণতরীসহ তিনটি পশ্চিমা রণতরীর কাছে বেশ কয়েকটি পরীক্ষামূলক রকেট ছুড়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, কোন জাহাজ লক্ষ্য করে রকেটগুলো ছোড়া না হলেও রণতরী ও বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে।
মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা লক্ষ্য করেছি জাহাজগুলোর খুবই কাছে রকেট ছোড়া হয়েছে, যা খুবই উস্কানিমূলক।’
এনবিসি নিউজের এক প্রতিবেদনের বিবরণ সমর্থন করে কর্মকর্তা জানান, একটি রকেট হর্মুজ প্রণালীতে বিচরণকারী ইউএসএস ট্রুম্যানের প্রায় ১৫০০ মিটারের মধ্যে এসে পড়ে।
ফ্রান্সের একটি ফ্রিগেট ও ইউএসএস বাল্কেলি ডেস্ট্রয়ারও ওই এলাকায় অবস্থান করছিল।
ইরানের নৌবাহিনী মহড়া চালানোর বিষয়ে বেতারে ঘোষণা প্রদান এবং এলাকায় কোন জাহাজ না থাকার ব্যাপারে সতর্ক করার পর গত ২৬ ডিসেম্বর এ ঘটনা ঘটে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।