ষ্টাফ রিপোর্টার- ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী আশা মনি। মামলায় আসামিদের কারও নাম উল্লেখ করা হয়নি। শুক্রবার রাতে আশা মনি এই মামলা করেন বলে খিঁলগাও থানা সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, খিলগাঁও এলাকার গোড়ানের একটি বাড়ির পঞ্চম তলার বাসায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন নিলয়। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক বাসা ভাড়া নেয়ার কথা বলে ওই বাড়িতে ঢোকে। বাসায় ঢুকেই তারা ধারালো অস্ত্র দিয়ে নিলয়কে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই নিলয় মারা যান। পরে ওই যুবকরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
২৭ বছর বয়সী নিলয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ব্লগে সামপ্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে তিনি সক্রিয় ছিলেন। এছাড়া গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।
অভিজিত্ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মতো এই ব্লগারকেও হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার একটি বিবৃতি এসেছে। এ নিয়ে চলতি বছরের সাত মাসে চারজন লেখক ও ব্লগার খুন হলেন। এর আগে ২০১৩ সালে খুন করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে। মিরপুরে নিজ বাসার কাছেই খুন হন রাজীব। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন লেখক অভিজিত্ রায়। এর পর ৩০ এপ্রিল ঢাকার তেজগাঁও এলাকায় নিজের বাসা থেকে বেরিয়ে রাস্তায় খুন হন অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু। তার এক মাসের মাথায় সিলেটে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে একই ধরণের হামলায় খুন হন আরেক ব্লগার অনন্ত বিজয় দাশ।