জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জনগনকে সম্পৃক্ত করে অচিরেই বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হবে।
তিনি সোমবার মৎস্য সপ্তাহ ২০১৬-এর সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতিবছর দেশের অন্যান্য স্থানের ন্যায় বাংলাদেশ জাতীয় সংসদের লেকে ও মাছের পোনা অবমুক্ত করা হয়। লেকে মৎস্য শিকারীদের টিকেটের প্রাপ্ত আয় সংসদ সদস্য ক্লাবে জমা হয় এবং এ অর্থ দিয়ে জটিলরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করা হয়।
তিনি বলেন, মৎস্য চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হওয়ায় সারাদেশের মানুষ এ পেশায় সম্পৃক্ত হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে যেমন মানুষের মাছের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
স্পীকার আরো বলেন, মৎস্যের উৎপাদন আরো বৃদ্ধি পেলে বিপুল পরিমান মাছ বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় গভীর সমুদ্রে মৎস্য শিকারের বিশাল সুযোগ সুষ্টি হয়েছে। গভীর সমুদ্রের মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণের মাধ্যমে আমাদের অর্থনীতি অদূর ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া,সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্পীকার পরে সংসদ লেকে মৎস্য পোনা অবমুক্ত করেন। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ ও মাছের পোনা অবমুক্ত করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।