অগ্রসর রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার মার্কিন আইন প্রণেতাদের বলেছেন যে, তার জরুরিভাবে ইউক্রেনের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা প্রয়োজন। সেইসঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সহায়তা চেয়েছেন। এছাড়া রাশিয়ার ওপর আরও বৃহত্তর নিষেধাজ্ঞার আহ্বান জানান জেলেনস্কি।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে এক জুম বৈঠকে জেলেনস্কি এই আহ্বান জানান। শনিবার সকালে কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী জুম বৈঠক করেন তিনি। বৈঠকে জেলেনস্কি এখন যে পর্যন্ত সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এজন্য দেশটিতে ধন্যবাদ জানান তিনি।
সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দেয়।
সূত্র : সিএনএন