অগ্রসর রিপোর্ট :ফরম পূরণের সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা যে টাকা জমা দিয়েছেন, তার কিছু অংশ ফেরত পাবেন। পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় টাকা ফেরত দেয়া হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শনিবার (৩০ জানুয়ারি) একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে এটাই প্রত্যাশা।’ এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান। মোবাইলে রেজিস্ট্রেশন বা নেটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল পেয়ে যাবে। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেবেন না।’