অগ্রসর রিপোর্ট :যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। একই সঙ্গে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কামালা হ্যারিস। শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতার শুরুতেই জাতীয় সঙ্গীত গান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পী লেডি গাগা।
প্রথা অনুযায়ী প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করান মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্টকে।
কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট পদে উত্তরসূরি জো বাইডেনকে নাম উল্লেখ না করে শুভকামনা জানিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার শেষ বারের মতো প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানাচ্ছি।’
হোয়াইট হাউস ছাড়ার আগে বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজের ৭৩ জন অনুগামীকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। ফলে ক্ষমতা হস্তান্তরের পরেও এই ৭৩ জনের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করতে পারবেন না বাইডেন।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৫০টি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েচ্ছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অনুষ্ঠানের শেষে আয়োজিত হবে ‘সেলিব্রিটিং আমেরিকা’ অনুষ্ঠান। জো বাইডেন ও কমলা হ্যারিস যেখানে অংশ নেবেন। যা সঞ্চালনার দায়িত্বে থাকবেন টম হ্যাঙ্কস।
সূত্র: বিবিসি